হযরত ঈসা (আঃ) হতে হযরত মুহাম্মদ (দঃ),গাউসুল আ'যম হযরত শায়খ আবদুল কাদের জিলানী (কঃ),গাউসুল আ'যম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) পর্যন্ত ৬০০ বছরের একটা দাইরা বৃত্ত পাওয়া যায় ৬০০x৩= ১৮০০ বছর।হযরত ঈসা (আঃ)এর জন্ম (০১) প্রথম খৃষ্টাব্দে এবং গাউসুল আ'যম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এর জন্ম ১৮২৬ খৃষ্টাব্দে।কলিকাতা আলিয়া মাদ্রাসার অবসর প্রাপ্ত মোদাররেছ কুতুবে জমান হজরত মওলানা শাহছুফী ছফী উল্লাহ (রঃ)জজবা হালতে এক ব্যক্তিকে গাউসুল আ'যম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী(কঃ
হযরত মওলানা জালাল উদ্দিন রূমি (রঃ) বলেনঃ প্রত্যেক বৃত্তের জগতের আবর্তন-বিবর্তনে
গাউসুল আ'যম হযরত শায়খ আবদুল কাদের জিলানী (কঃ)’র নামে পবিত্র কুরআন শরিফ ও হাদিস শরিফে কোন স্পষ্ট আয়াত নাই অনুরুপভাবে গাউসুল আ'যম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) নামে কোন স্পষ্ট আয়াত নাই, কারন ভবিষ্যত (গায়েব) সম্পর্কে পবিত্র কুরআন শরিফ ও হাদিস শরিফে আয়াতের সংখ্যা খুবই কম। কিন্ত আধ্যাক্তিকভাবে অনেক আয়াত আছে।সাহাবী/
সহজে বলতে পারি যে ইরাকী হলেন -গাউসুল আ'যম হযরত শায়খ আবদুল কাদের জিলানী (কঃ), আজমী হলেন-কুতুবুল আকতাব হজরত খাজা মঈন উদ্দিন চিশতী (কঃ)এবং প্রাচ্যদেশীয় হলেন- গাউসুল আ'যম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এবং বাহরে ছানী গাউসুল আযম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারি (কঃ)।
বাহারুল উলুম মওলানা আবদুল গনি কাঞ্চনপুরী (রঃ) লিখিত আয়নায়ে বারী কেতাবের ১৫১ পৃঃ উল্লেখিত আছেঃ হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতাবা (দঃ) নবীদের মধ্যে সর্বশেষ নবী এবং রেসালত প্রাপ্ত নবীদের বাদশাহ ছিলেন। সেইরূপ হযরত গাউসুল আ'যম শাহছুফী সৈয়দ মওলানা আহমদ উল্লাহ (কঃ) বেলায়তের মোকাইয়্যাদা যুগের খাতেম বা পরিণতিকারী। তিনি আউলিয়াদের বাদশা এবং দোজাহানের গাউসুল আ'যম এবং হযরত রসুলে খোদা (দঃ) এর বেলায়তের উত্তরাধিকারী হন। আয়নায়ে বারী কেতাবের ১৩৮ পৃঃ আছেঃ ˝অলিদের শিরোমণি খোদার গাউছ ভবে পদার্পণ করেছেন। জগদ্বাসীর প্রাণপ্রিয়, ছুফীদের লক্ষ্যস্থল ইমাম ভবে তশরীফ এনেছেন˝। আয়নায়ে বারী কেতাবের ১৪০ পৃঃ আছেঃ ˝ মহা প্রভুর আসন রবি (সূর্য) উদিত হয়েছে, মানব আকারে খোদার গোপন রহস্য প্রকাশ পেয়েছেন˝
মওলানা আবদুল গনি কাঞ্চনপুরী (রঃ) কে তার সমসাময়িক আলেম ও ওলীউল্লাহরা জ্ঞানের সাগর হিসেবে অভিহিত করতেন। আত তাওজিহাতুল বহিয়া নামক কিতাবে অলীয়ে কামেল হজরত মওলানা আমিনুল হক ফরহাদাবাদী (রঃ) লিখেছেনঃ (তার) হযরত গাউসুল আ'যম শাহছুফী সৈয়দ মওলানা আহমদ উল্লাহ (কঃ) গুনাবলী আল্লাহতা'য়ালার গুনাবলী হতে অর্জিত। তিনি আল্লাহতা'য়ালার সৃষ্টি কুলে দেশ সমূহে গাউসুল আ'যম রূপে নিয়োজিত। গাউসুল আ'যমের অনুগ্রহের ছায়ায় আল্লাহতা'য়ালা আমাদের-কে স্থান দান করূন।আমিন