"মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ",আতুরার ডিপো হাসেম বাজার শাখা। অস্থায়ী ঠিকানাঃখালেদা-মাহমুদা ম্যানশন,সঙ্গীত রোড,পাঁচলাইশ,চট্ট্রগ্রাম. আলাপনী-০১৮৩৮৬৩৭৬৯৮।ই-মেইলঃhoqcommity@gmail.com।

মারাজাল বাহরাইন চেরাগে গাউসুল আ'যম মাইজভান্ডারি বিশ্বঅলি শাহানশাহ হযরত শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ক: এর জীবন-পর্বঃ (৬)

হাসানবাগ থেকে হক মঞ্জিলঃ হাসানবাগ মাইজভান্ডার দরবার শরিফে রাজফুল গোলাপের একটি বাগানের নাম,প্রতি ভোরে এ বাগানের ফুলে সাজানো হত হযরত গাউসুল আযম মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কঃ কেবলা কাবার পবিত্র রওজা ও হুজরা শরিফ।এ বাগানের প্রতিষ্ঠাতা অছি-এ-গাউসুল আযম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী কঃ।আপন বড় ভাই হযরত সৈয়দ মীর হাসান কঃ সাহেবের নামে বাগানের নামকরণ করেন ভবিষ্যৎবাণী অনুসারে ঐ ঐ পৌত্রটি (সৈয়দ মির হাসান কঃ) গাউসুল আযম মাইজভাণ্ডারীর পূর্বে কিশোর বয়সে (১৯০৫ খ্রিঃ) ওফাত প্রাপ্ত হন।১৯৭৮ সালেম চট্টগ্রাম শহরে পাথরঘাটার দরবার ইলেকট্রিকের মালিক টুলুবাবু কে শাহানশাহ বাবাজী 'সৈয়দ হাসান মঞ্জিল) নামে একখানা ইলেকট্রিক ছোট বাতি দিয়ে সাইনবোর্ড করে দিতে বললে একদা সেটা তৈরি করে দরবারে নিয়ে যান।বাবাজানের নির্দেশে সেটা কাছারি ঘরের উপর লাগান হয়।১৯৮৫ সালে শাহানশাহ বাবাজী কক্সবাজার হোটেলে সায়মনে মানি অর্ডারে টাকা পাঠাতে এবং সৈয়দ ওবায়দুল আকবর সাহেবকে 'হক মঞ্জিল' ঠিকানা লিখতে বললে,আবার 'গাউসিয়া হক মঞ্জিল' নামে পুনঃ প্রতিস্টা করা হয়।১৯৮৮ সালের ২৬ আশ্বিন শাহানশাহ বাবাজী কঃ দেহত্যাগ করলে পরের দিন বৃহষ্প্রতিবার বিকেল সোয়া চারটায় উনার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।জানাযার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পূর্বেই মাইজভান্ডার শরিফের প্রায় দুই বর্গ কিলোমিটার জায়গা লোকে লোকারণ্য হয়ে উঠে।পশ্চিমে 'গাউসিয়া আহমদিয়া মঞ্জিল' থেকে পূর্বে প্রাইমারি স্কুল মাঠ পর্যন্ত তিল ধরার ঠাই ছিল না।নির্ধারিত সময়ে প্রথম জানাযা অনুষ্ঠিত হওয়ার পর ও লক্ষ লক্ষ অনুরক্তের জনস্রোত সমবেত হতে থাকে 'গাউসিয়া হক মঞ্জিলে'।অবস্থা
র পরিপ্রেক্ষিতেই বাধ্য হয়ে আবার ও জানাযার ব্যবস্থা করা হয়।বিকেল শোয়া চারটা থেকে সন্ধ্যা ৭টা অবধি পর পর তিন জামাতে লক্ষ লক্ষ মানুষ শরিক হয়।চট্টগ্রামের বহুল প্রচারিত 'আজাদি এবং পূর্বকোন সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ভাষ্যমতে এ ছিল স্মরণ কালের বৃহত্তম নামাজে জানাযা,জানাযা সমাপ্তি শেষে 'গাউসিয়া হক মঞ্জিলে' উনার দেহ মোবারক সমাহিত হয়।বাংলাদেশের জাতীয় ফুল শাপলার সৌন্দর্য সুষমায় প্রখ্যাত স্থপতি আলমগীর কবিরের স্থাপত্য নকশায় এই মহান আধ্যাত্মক সাধকের কালজয়ী রওজা শরিফ নির্মাণ কাজ হয়।তিনি বলেছেন," আমার এই দরবার প্রাচ্যের বাইতুল মোকাদ্দাস-আল্লাহর ঘর,সকল জাতির মিলন কেন্দ্র"।সত্য সুন্দরের দিশারি এই মনজিল অযুত মানুষের মিলন-মেলায় রুপ পেয়েছে।
শাজরায়ে নছব (পবিত্র বংশ তালিকা)
১) হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২) হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা আলাইহিস সালাম ও হযরত শেরে খোদা মওলা আলী আলাইহিস সালাম
>>>>>>>>>>>>>>>>>­>>>>>>>>>>হাসানি ধারা<<<<<<<<<<<<<<<<­<<<<<<<<<<<<<<
৩) হযরত সাইয়্যেদেনা হাসান আলাইহিস সালাম
৪) হযরত সৈয়দ হাসানুল মাছান্না (রাঃ)
৫) হযরত সৈয়দ আবদুল্লাহ মাহজ (রাঃ)
৬) হযরত সৈয়দ মুসা আল্‌-জুন (রাঃ)
৭) হযরত সৈয়দ আবদুল্লাহ সানী (রাঃ)
৮) হযরত সৈয়দ মুসা আল্‌-সানী (রাঃ)
৯) হযরত সৈয়দ আবু বকর দাউদ (রাঃ)
১০) হযরত সৈয়দ মুহাম্মদ শামসুদ্দীন জাকারিয়া আল্‌-মোরেছ (রাঃ)
১১) হযরত সৈয়দ ইয়াহিয়া জাহেদ (রাঃ)
১২) হযরত সৈয়দ আবু আবদুল্লাহ আল্‌-জিলী (রাঃ)
১৩) হযরত সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গী (রাঃ) [হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (কঃ)’র পিতা]
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>হোসাইনি ধারা<<<<<<<<<<<<­<<<<<<<<<<<<<<<<
হযরত ইমাম সৈয়দ হোসাইন আলাইহিস সালাম
হযরত সৈয়দ ইমাম যাইনুল আবেদীন (রাঃ)
হযরত সৈয়দ ইমাম বাকের (রাঃ)
হযরত সৈয়দ ইমাম জা’ফার সাদেক (রাঃ)
হযরত সৈয়দ মূসা আল কাজেম (রাঃ)
হযরত সৈয়দ আলী-উর-রেজা (রাঃ)
হযরত সৈয়দ আবু আলাউদ্দীন মোহাম্মদুল জাউয়াদ (রাঃ)
হযরত সৈয়দ কামালুদ্দীন ঈসা (রাঃ)
হযরত সৈয়দ আবুল আতা আবদুল্লাহ্‌ (রাঃ)
হযরত সৈয়দ মাহ্‌মুদ (রাঃ)
হযরত সৈয়দ মোহাম্মদ (রাঃ)
হযরত সৈয়দ আবু জামাল (রাঃ)
হযরত সৈয়দ আবদুল্লাহ্‌ সাওমাঈ যাহেদ (রাঃ)
হযরত সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা (রাঃ)
[হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (কঃ)’র মাতা]
১৪) হযরত গাউসুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হোসাইনী কাদ্দাসা সির্‌রাহুল আযিয
১৫) হযরত সৈয়দ আবদুর রাজ্জাক (রাঃ)
১৬) হযরত সৈয়দ আবু সালেহ নজর (রাঃ)
১৭) হযরত সৈয়দ মুহাম্মদ জামালুদ্দীন (রাঃ)
১৮) হযরত সৈয়দ মুহাম্মদ দাউদ (রাঃ)
১৯) হযরত সৈয়দ জালালুদ্দীন (রাঃ)
২০) হযরত সৈয়দ বাহাউদ্দিন (রাঃ)
২১) হযরত সৈয়দ তাজুদ্দিন (রাঃ)
২২) হযরত সৈয়দ হামিদ উদ্দিন শাহ্‌ গৌরী (রাঃ)
[মাজারঃ হামিদগাঁও, পটিয়া, কাঞ্চননগর, চট্টগ্রাম]
২৩) হযরত সৈয়দ আবদুল কাদের (রাঃ)
২৪) হযরত সৈয়দ আতা উল্লাহ্‌ (রাঃ)
২৫) হযরত সৈয়দ তৈয়ব উল্লাহ্‌ (রাঃ)
২৬) হযরত সৈয়দ মতি উল্লাহ্‌ (রাঃ)
২৭) হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী কাদ্দাসা সির্‌রাহুল আযিয
হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)’র এক পুত্র সৈয়দ ফয়জুল হক ফানায়ে ওয়াসেল এবং এক কন্যা সৈয়দা আশরাফুন্নেসা (প্রকাশ তোতা ময়না)
উনার দুই পুত্র (১) সৈয়দ মির হাসান মাইজভাণ্ডারী কঃ এবং (২) সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী কঃ।
সৈয়দ দেলাওর হোসাইন কঃ এর ৫ পুত্র
(১ম পুত্র)শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ
শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ এর একমাত্র পুত্র
রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মাঃ জিঃ আঃ