<<<< হযরত গাউসুল আ'যম মাইজভাণ্ডারীর খাদ্যে প্রাচুর্যের বয়ান>>>>>
রচয়িতাঁর (আয়নায়ে বারির লেখকের) মামা ,জনাব মহাত্মন নজমুল হক ওয়াদদীন আহমদ
সাহেব 'রহমতুল্লাহে আলাইহি'র পুত্র হাজিউল হারামাইনিশশরিফা
ইন
জনাব মুহাম্মদ বশিরুল্লাহ সাহেব কাঞ্চনপুরি বর্ণনা করেন যে,একদা আমি এবং
আমার জ্ঞাতি ভাই এরশাদুল্লাহ মিয়াজি উভয়ে ভাই মুহাম্মদ মুফিদুল্লাহু
মিয়াজির শুভবিবাহের কথাবার্তার জন্য ঈসাপুর পরগণার মুহাম্মদ আরহামুল্লাহ
খোন্দকারের বাড়ীতে যাওয়ার সিদ্ধান্ত হল।আমাদের সঙ্গের কতেক ব্যাক্তি পূর্বে
চলে গেলেন।তাদের সাথে কথা ছিল,দরবারে গাউসিয়ায় গিয়ে আমাদের জন্য অপেক্ষা
করবেন।এজন্য আমাদেরকে দরবার শরিফ হয়ে যেতে হল।আমরা যখন মাইজভান্ডার শরিফ
গিয়ে পৌঁছলাম তখন তাদেরকে সেখানে পেলাম না। তখন যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই
আমাদেরকে বাধ্য হয়ে দরবারেই নিশি যাপন করতে হল।সে সময় হযরত গাউসে পাকের
আম্মাজান জিবিত ছিলেন।তিনি তাড়াতাড়ি খাদ্য রান্না করে খাদ্য ভর্তি একটি ও
শূন্য দুইটি বর্তন এনে আমাদের সামনে রাখলেন।আমাদের ক্ষুধা ছিল প্রবল কিন্তু
বর্তনে আধা সের চাউলের অধিক পরিমাণ খাদ্য হবে না।আমরা উভয়ে এক বর্তনে এবং
হযরত গাউসে পাক 'রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু' অন্য বর্তনে একই দস্তরখানায় বসে
পড়লাম।তিনি নিজ পবিত্র হাএ আমাদেরকে খাদ্য বন্টন করে দিলান এবং নিজেও নিয়ে
খেতে শুরু করলেন।যখন আমরা খেতে বসেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম,এ খাদ্য
আমার একার জন্যেও পর্যাপ্ত না।আল্লাহর কুদরতে আমরা তিনজনই পরিপূর্ণ তৃপ্ত
সহকারে খেলাম,কিন্তু এরপর ও পূর্বৎ বর্তনে অবশিস্ট ছিল।বাস্তব পক্ষে
প্রবৃদ্ধি ও প্রাচুর্য গাউসে পাক রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু'র দরবারে
আবশ্যকীয় রীতি।এটা কখন ও বিদূরীত হয় না।আমরাতো সর্বদা দেখে আসছি যে,বিশজনের
খাদ্যে চল্লিশ,পঞ্চাশ জন কে যথেস্ট হত।অনুরুপ প্রত্যেক কিছুতে এমন বরকত
পরিদৃষ্ট,সুবাহানাল্লাহ ।
আয়নায়ে বারি (মূল উর্দু শের) তে উল্লেখ,
কুদরত রহস্যের বিকাশ গাউসে আ'যম আপনি হন।
নুরে ওয়াহদতের দর্পণ গাউসে আ'যম আপনি হন।
দয়া স্মারকের ভান্ডার গাউসে আ'যম আপনি হন।
প্রজ্ঞা প্রণালীর ঝর্ণা ,গাউসে আ'যম আপনি হন।
দানশীলতা আর উদারতার উৎস গাউসে আ'যম আপনি,
মঙ্গল ও প্রাচুর্য সবের খনি গাউসে আ'যম আপনি হন।
ধূলি পলকে স্বর্ণ হয় তব দৃষ্টির বরকতে,
হাকিকতের অকসীর নিশ্চয় গাউসে আ'যম আপনি হন।
তব হিম্মতে অণু আরশের তারকা হয়,
নিঃসন্দেহে সে হিম্মত সাগর গাউসে আ'যম আপনি হন।
আপনার দ্বারে এল যে অফুরন্ত দৌলত পেল সে,
আমার ধন আর দৌলত সব গাউসে আ'যম আপনি হন।
নেয়ামতের মালিক হয়,হলে তব শুভ দৃষ্টি,
দুই জাহান মম নেয়ামত গাউসে আ'যম আপনি হন।
যদিও মকবুল হীন হয় তব দরবারের ভিখারী সে,
দুই জগতের বাদশাহী গাউসে আ'যম আপনি হন