"মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ",আতুরার ডিপো হাসেম বাজার শাখা। অস্থায়ী ঠিকানাঃখালেদা-মাহমুদা ম্যানশন,সঙ্গীত রোড,পাঁচলাইশ,চট্ট্রগ্রাম. আলাপনী-০১৮৩৮৬৩৭৬৯৮।ই-মেইলঃhoqcommity@gmail.com।

গাউসুল আ’যম মাইজভান্ডারি এর কেরামত পর্বঃ ৭ (আয়নায়ে বারি)

<<< হযরত গাউসুল আ'যম মাইজভাণ্ডারীর নামের বরকতে বিষধর সাপের আক্রমন থেকে মুক্তি >>>>>
গাউসুল আ'যম দরবারের শিষ্য কাঞ্চনপুর নিবাসি আব্দুস সুবহান নামক এক ব্যাক্তি বলেন যে,আমি প্রয়োজনীয় কাজে একদা জঙ্গলে গিয়েছিলাম।ফেরার
পথে একটি বিষধর বৃহতাকার সাপ রাগান্বিত হয়ে আমাকে দংশনের জন্য ফণা তুলল।আমার চতুষ্পার্শ্বে বন জঙ্গল হওয়ার কারণে পালাবার উপায় ও ছিল না।সাপটি এক অঙ্গুষ্ঠ দূরত্বে লেজের উপর খাড়া হয়ে রইলা।আমিও হুশহারা হয়ে রইলাম। পরিশেষ হযরত গাউসুল আ'যম মাইজভাণ্ডারী 'রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু'র পাক নাম আমার স্মরণে আসলে,আমি বললাম, 'হে হযরত এই অসহায় অবস্থায় আমাকে প্রাণ নাশক খপ্পর থেকে রক্ষা করুন'। এটা বলা মাত্র সর্পটি মাথা নত করে জঙ্গলের দিকে চলে গেল।আমিও দ্রুত ওখান থেকে দ্রুত চলে এলাম।
আয়নায়ে বারি (মূল উর্দু শের) তে উল্লেখ, " গাউসুল আ'যম তব নাম অন্তরে যে নিল,যত বড়ই মঞ্জিল হোক আসান হল।গুপ্ত-ব্যক্ত শত্রু তাঁকে কবে যের করবে? সত্যান্তরে যে তোমার নাম জপকারি হল।দুই জগতের সমস্যা পলকে আসান হবে,তবরুপ রক্ষক ও মদদগারে যে স্মরণ করল।তোমার উচ্চ মর্যাদা সত্য মতে কে বুঝিবে? তবরুপ মর্যাদা আল্লাহ কাউকে নাহি দিল।পলকে ধবংসিবে জগত না হলে দৃষ্টি তব।জগৎ প্রাণ হও তুমি সারা জগৎ তব শরির তুল।ইহকালে পরকালে সমস্যা আছে কি তার?সাহায্যকারি যার তোমার মত মস্কিলকুশা হল।পাপের সাগরে কভু আমলের ডিঙ্গা ডুববে কি? দুই জগতে তবরুপ কান্ডারি যে পেল।তব দ্বারের মাটি স্বর্ণ থেকে মূল্যবান,কেন হবে তব দৃষ্টি যে আকসীর করল।গাউসুল আ'যম তুমি মকবুলের মুখতার,অন্তরে যে তব দ্বারে দাস সে মওলা সে হল